রবিবার, ১৩ আগস্ট, ২০১৭

কবিতা:-বিকৃত স্বাধীনতা

               বিকৃত স্বাধীনতা
       মোঃ তরিকুল ইসলাম মন্ডল
               মধ‍্যবেনা,বাদুড়িয়া

তুমি কেমন স্বাধীনতা!
পারলে না বাঁচাতে মানবতা ।
তুমি কেমন স্বাধীনতা!
বোঝো না গরিবের মনের ব‍্যাথা ।
তুমি কিসের স্বাধীনতা!
যারা ধরে অস্ত্র শোনো শুধু তাদের কথা ।
স্বাধীনতা!
তুমি রাক্ষসী স্বাধীনতা ।
স্বাধীনতা!
তুমি বাড়িয়েছো শত্রুতা ।
স্বাধীনতা!
তোমার বিবেক হীনতায়
জমেছে হাজারও মায়ের মনে ব‍্যাথা ।
স্বাধীনতা!
তোমার কারণে আজ
ধুঁকেধুঁকে মরছে মানবতা ।
স্বাধীনতা!
তুমি আজ বাৎসরিক অনুষ্ঠানকেই বেছে নিয়েছো
এটাই তোমার প্রথম দ্বিচারিতা ।
স্বাধীনতা!
তাই তুমি হেরেগেছো হারতেও সহজ হয়েছে
এখন তুমি পরাধীনতা ।
স্বাধীনতা!
তুমি বিক্রিত স্বাধীনতা ।
স্বাধীনতা!
তোমার না চাওয়া জনতা
একদিন হবেই একতা ।
স্বাধীনতা!
সেদিন তোমার লজ্জায়
বের হবে না মুখের কথা ।
স্বাধীনতা!
তুমি শুনে রাখো
এটাই বাস্তবতা ।।
           সমাপ্ত

লেখার শুরু ০৯/০৬/২০১৭
ট্রেনে করে দমদমে যাওয়ার পথে
সমাপ্ত ০৯/০৮/২০১৭
সময়:-০৪:০৩pm
বাড়িতেই বসে
উত্তর ২৪ পরগনা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন