এই তো দুনিয়া
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
মধ্যবেনা, বাদুড়িয়া
রক্ত দিলাম শহীদ হোলাম
তবে কিসের ভয়!
এই দুনিয়া তো মোদের
চিরস্থায়ী নয় ।
আজ আমি আমার ভাই যারা
অপরাধ না করেও হয়েছি অপরাধী
এই দুনিয়ায় এটা হবেই
বাতিল থাকে যদি ।
যারা ন্যায় নীতি প্রতিষ্ঠা করবার জন্য
জীবন দিতেও রাজি
তারা কি কখনো অপরাধী হতে পারে?
অপরাধী তো করেছে কাজী ।
যে কাজী নয় কে ছয় করতেও
দ্বিধা করে না !
বন্ধু শুনে রাখো
দুনিয়া মমিনের কয়েদী খানা ।
তাই তো আজ বাতিলের
এতো উৎসব
কাকে ধরি আর কাকে খায়
এই হিসাব ।
ওরা মানুষ হয়ে মানুষের মেরে
রাজ চিয়ার পায়
রক্ত নিয়ে খেলা করে
এই দুনিয়ায় !
সন্তান হারা মায়ের
কান্নাকে ওরা ভালোবাসে
কষ্টে থাকা মানুষের
দেখেও হাসে।
মানুষের কষ্ট দেবার জন্যই
আজ চিয়ারে বসেছে
ওরা হবে ধ্বংস, ওরা হবেই ধ্বংস
এ বিশ্বাস আমার আছে ।।
সমাপ্ত
07/08/2017
সময়:- 02:20pm
লেখা:- বাড়িতেই বসে
উত্তর 24 পরগনা
দুনিয়া
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
মধ্যবেনা, বাদুড়িয়া
রক্ত দিলাম শহীদ হোলাম
তবে কিসের ভয়!
এই দুনিয়া তো মোদের
চিরস্থায়ী নয় ।
আজ আমি আমার ভাই যারা
অপরাধ না করেও হয়েছি অপরাধী
এই দুনিয়ায় এটা হবেই
বাতিল থাকে যদি ।
যারা ন্যায় নীতি প্রতিষ্ঠা করবার জন্য
জীবন দিতেও রাজি
তারা কি কখনো অপরাধী হতে পারে?
অপরাধী তো করেছে কাজী ।
যে কাজী নয় কে ছয় করতেও
দ্বিধা করে না !
বন্ধু শুনে রাখো
দুনিয়া মমিনের কয়েদী খানা ।
তাই তো আজ বাতিলের
এতো উৎসব
কাকে ধরি আর কাকে খায়
এই হিসাব ।
ওরা মানুষ হয়ে মানুষের মেরে
রাজ চিয়ার পায়
রক্ত নিয়ে খেলা করে
এই দুনিয়ায় !
সন্তান হারা মায়ের
কান্নাকে ওরা ভালোবাসে
কষ্টে থাকা মানুষের
দেখেও হাসে।
মানুষের কষ্ট দেবার জন্যই
আজ চিয়ারে বসেছে
ওরা হবে ধ্বংস, ওরা হবেই ধ্বংস
এ বিশ্বাস আমার আছে ।।
সমাপ্ত
07/08/2017
সময়:- 02:20pm
লেখা:- বাড়িতেই বসে
উত্তর 24 পরগনা
দুনিয়া