বুধবার, ১০ মার্চ, ২০২১

জ্ঞানের অপব্যবহার

 


   জ্ঞানের অপব্যবহার
তরিকুল ইসলাম খালাসী
   মধ্য বেনা, বাদুড়িয়া

আমরা যারা জ্ঞানী গুণী
থাকবো নাকো বসে,
জ্ঞান চর্চায় মত্ত হব
চাষী যেমন খেত চষে ।

নইলে সবই কেড়ে নেবে
ওই মূর্খের দল,
সমাজ এতে বেড়ে যাবে
অগণিত মাতাল ।

কে মাস্টার কে বা ছাত্র
যায়না যখন বোঝা,
অপরাধীরা পার পেয়ে যায়
নির্দোষ পায় সাজা ।

স্কুল-কলেজ নেইতো আর কম
আছে অনেক রকম মাস্টার,
তাহলে কি করে নির্বো পেলো
দেশ চালাবার অধিকার ।

আমরা যারা জ্ঞানী গুণী
যতদিন থাকবো বসে,
দস্যু ডাকাত দুষ্টু লোকে
বসবে রাজ কষে ।

লেখা ০৯/০১/২০২১
সময় ৯:০৫ am

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন