শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

আমরা সবাই ভারতবাসী


   আমরা সবাই ভারতবাসী
    তরিকুল ইসলাম খালাসী
       মধ্যবেনা,বাদুড়িয়া

আমরা সবাই ভারতবাসী
দেশের সেরা মানুষ,
আমরা হবো শ্রেষ্ঠ নীতির,
হবো নাকো বেহুঁশ ।

একি মাঠে একি সাথে
আমরা ফসল ফলাই,
এক নাঙ্গলে চাষ করি ভাই
ধর্মের বিভেদে নয় ।

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে
আমরা করি বাস,
দেশের জন্য জীবন দিলো
বীর তিতুমীর-সুভাষ ।

রামের দেহে রক্তের প্রয়োজন
অপেক্ষায় আছে রহিম,
মানবতা মোদের দিয়েছে এই
যুগ বিখ্যাত তালিম ।

দ্বন্দ্ব-ফাসাদ করে কেনো
হাজার বছর পিছিয়ে যাবো,
দুর্নীতির ওই কারচুপি তে
কেনো!হিটলারের সঙ্গী হবো ।

গড়তে এ দেশ রক্ত দেবো
আমরা সবাই মিলে,
নচেৎ! দেশের সম্পদ নিয়ে যাবে
ওই উড়ন্ত চিলে ।

লেখার সময়:- ৬:১০am
   তারিখ:- ২৪-১২-২০২০



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন