বুধবার, ২৪ মে, ২০১৭

কবিতা :- আর্তনাদ

             আর্তনাদ
তরিকুল ইসলাম খালাসী
     মধ্য বেনা,বাদুড়িয়া
          24/05/2017
        সময় :- 12 : 38
অপরাধীদের জন্য নয়
আজকের কারাগার
তাই তো আজ আলো থেকেও
দুনিয়া অন্ধকার ।
জালিমের জুলুমে
পুড়ে সব ছারখার
নগর শহর পল্লিতে
মাতালের আবিষ্কার ।
মজলুম ক্ষুধার্ত হলেও
পায় না খাবার
নেইকো আজ কেউ
তাদের আর্তনাদ শুনবার ।।
          সমাপ্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন