রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭

কবিতা:- চলছে পথে শয়তানের

চলছে পথে শয়তানের
মোঃ তরিকুল ইসলাম মন্ডল

বহু!নারী-পুরুষ এ জামানায়
চলছে পথে শয়তানের ।
এরা কেউ ভয়ে করে না
কঠিন শাস্তি কিয়ামতের ।
আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে
গোনায় এরা রয় পড়ে ।
কুকুরের মতো স্বভাব এদের
যাকে পায় তাকে কাটে ।
ছোট্ট ছোট্ট পোষাক পরে
পুরুষ-নারীর ভোলায় মন ।
বিশ্বাসীরা দেখে ওদের
থু-থু ফেলে সবাই তখন ।
এদের কৃতি কালচার দেখে
মন আমার যায় ফেটে ।
যুদ্ধ এখন হতো যদি
তবেই আমার রাগ মেটে ।
আল্লাহ্ তুমি রাখো আমার
এদের হতে দুরে ।
প্রতিষ্ঠিত করো সুবিচার
ধৈর্য দাও মোরে ।।
           সমাপ্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন