তুচ্ছ
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
দুনিয়ার আইন নগণ্য
অপরাধী পাই না সাঁজা ।
নির্দোষ মানুষের ধরে তারা
চাপায় অপরাধের বোঝা ।
মিথ্যা ছলনা অপবাদ প্রতারণা
জয় কখনো হবে না ।
তাদের তরে সেই খানে
আছে কঠিন যন্ত্রণা ।
দুনিয়ার আইন ছেড়ে দাও
খোদার আইন মেনে নাও
তবেই পাবে শান্ত না ।
সেই আদালতে সূক্ষ্ম বিচার
হবেই হবে ।
দুর্বল অসহায় মজলুম যারা
তারা শান্তি পাবে ।
আফসোস হবে তাদের শুধু
যারা দুনিয়ায় বাহাদুরি করবে ।।
সমাপ্ত
26/05/2014
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
দুনিয়ার আইন নগণ্য
অপরাধী পাই না সাঁজা ।
নির্দোষ মানুষের ধরে তারা
চাপায় অপরাধের বোঝা ।
মিথ্যা ছলনা অপবাদ প্রতারণা
জয় কখনো হবে না ।
তাদের তরে সেই খানে
আছে কঠিন যন্ত্রণা ।
দুনিয়ার আইন ছেড়ে দাও
খোদার আইন মেনে নাও
তবেই পাবে শান্ত না ।
সেই আদালতে সূক্ষ্ম বিচার
হবেই হবে ।
দুর্বল অসহায় মজলুম যারা
তারা শান্তি পাবে ।
আফসোস হবে তাদের শুধু
যারা দুনিয়ায় বাহাদুরি করবে ।।
সমাপ্ত
26/05/2014
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন