শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

কবিতা:- ভেদাভেদ

             ভেদাভেদ
মোঃ তরিকুল ইসলাম মন্ডল

এসো মোরা একসাথে
সুখ দুঃখ ভাগ করি
হিংসা ভুলে গিয়ে
এগিয়ে যাওয়ার পথ ধরি ।
তোমার রক্তে যদি
ফেরে আমার জীবন
তবে বলো ভেদাভেদ
কিসের প্রয়োজন ?
সমাজ নীতি অর্থ নীতির মানে কী
শত্রুতা ?
এসো না মোরা বাঁচায়
মানবতা ।
   
    03-04-2017

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন