শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

গান :- সমাজ

                সমাজ
তরিকুল ইসলাম খালাসী

আমি নিজেকে কবি বলবো না
তবু কবিতা লিখি ।
বর্তমান যে জামানা
হায়-হায় মোদের হবে কী ?
চোরেরা পাঠ নেয়
রাজা বাদশার ।
মূর্খরা হতে চাই
হ্যাড-মাস্টার ।
আজ সমাজের শিক্ষিতদের
কোনো মূল্য আছে কী  ?
ওরাই তো করছে
অন্যায় জুলুম অবিচার ।
যারা দুর্বল মজলুম
তাদের উপর ।
এমন সরকার
মোদের নেই দরকার
এদেশ কে সবাই
বাঁচাবে কী ?
দাও হাতে হাত কাঁধে কাঁধ
সামনে আসুক যতই বিপদ।
সব মাড়িয়ে একসাথে
সত্যের পথে চলবে কী ?

            সমাপ্ত
11/11/2014

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন