শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

কবিতা :- মুজাহিদ

                   মুজাহিদ
         মোঃ তরিকুল ইসলাম

সত্যের পথে যদি দাও তুমি জান
লখ্য গুনে বাড়বেই সম্মান ।
মুজাহিদ-মুজাহিদ
বুকে তুলে নাও পাক-কুর'আন ।
মিশর-ভারত ও বাংলার
মা-বোনেদের
যারা করছে ইজ্জোত হরণ ।
তাদের কে করবো নাস্তানাবুদ
থাকতে মোদের জান ।
মুজাহিদ-মুজাহিদ
দাও গাও এই স্লোগান ।
হারাম হালাল চেনো আগে
মন্দ কথা বলো না রাগে ।
সার্থক হবেই তবে জীবন
আসে আসুক মরণ ।
মুজাহিদ-মুজাহিদ
তুমি সেই আল্লাহর দান ।
           সমাপ্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন