বর্তমান বিশ্বে মিথ্যা অপবাদের শিকার হচ্ছে
মুসলিম জাতি
@মোঃ তরিকুল ইসলাম মন্ডল@
মধ্য-বেনা,বাদুড়িয়া
আজ সারা বিশ্বে মুসলিমদের ওপরে বিভিন্ন দিক দিয়ে বর্তমান বিশ্বের মানব দরদী সংস্থা গুলি নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে। কখনো বোমা ফেলছে তাদের ইবাদতগাহে,আবার কখনো তাদের বাস ঘরে। কখনো গুলি করে মারছে তাদের নেতাদের,আবার কখনো মারছে তাদের বাচ্চাদের। কখনো আবার তাদের ঘরের মেয়েদের তুলে নিয়ে এসে তাদের কে ধর্ষণ করছে।আবার কখনো তাদের গর্ভবতী মায়েদের পেটচিরে বাচ্চা বারকরে ত্রিশূলের আগায় নাঁচাচ্ছে। কখনো কখনো তাদের ওপরে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে যাবত্ জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হচ্ছে। কখনো আবার তাদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হচ্ছে। এই হচ্ছে বর্তমান বিশ্বের মানব দরদীদের মানবতা। কিন্তু একেই কি বলে মানবতা? না একটা জাতিকে ধ্বংস করে দেওয়া কেই বলে মানবতা? কই মুসলিমরা এমন ভাবে কোনো জাতির ওপরে তো অত্যাচার চালায় না। কাউকেই তো এরা বিনা দোষে দোষী সাব্যস্ত করে না। এরা তো এক সাথেই থাকতে চাই, এক পথে চলতে চাই,ও একসাথেই খেলতে চাই, এবং সবাই একে ওপরের বন্ধু হতে চাই। আর এটাই কী এদের অপরাধ? যখন হিটলার ইহুদিদের উপরে নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে। তখনো তো ওই মানব দরদী সংস্থা গুলি মানবতা দেখায় নি। সেই মানবতা এবং উদারতা দেখিয়ে ছিল কারা জানো? যাদের কে আজ তোমরা নিঃস্ব করে দিতে চাইছো, তারাই সেদিন তোমাদের পাশে ছিল এবং তোমাদের মাথা গোঁজার ব্যবস্থা করে দিয়ে ছিল। নুন খেয়ে নুন হারামি তাই না? তোমারই আবার মানবতা শেখাও! তোমরা মানবতার নাম করে একটা মানব জাতিকে পাঁঠার বলিতে বলি দিতে উঠে পড়ে লেগেছো তাই না! তোমাদের এটা মানবতা নয় বরং মেরে পোতা হচ্ছে এই নিরীহ মানুষদের কে। তবে মনে রেখে দিয়েও মুসলিম জাতি ভীতু নয়। এরা সত্যকে উদঘাটন করবেই। সেদিন ইঁদুরদের গর্তে পালাতে হবেই। বিশ্বাসীদের বুঝতে আর বাকি নেই কারা আজ সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কারা মানবতা কে হত্যা করছে। কারা দেশকে শ্মশান এবং কয়লার কারখানায় পরিণত করতে চাচ্ছে। এই মানব জাতি সজাগ হবেই হবে। জানি বিপদের আশঙ্কা হলে বিড়াল গাছে ওঠে,শিয়াল গর্তে ঢোকে,আবার শিয়াল বিড়াল ইঁদুরের রাজত্ব চলে এই দুনিয়ায়। প্রকৃত মুসলিমরা রাজত্ব চায়না বরং এরা 'দ্বীন"প্রতিষ্ঠা করতে চাই। ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার লক্ষ্যে রক্তের প্রয়োজন হলে পিছপা হয় নাই। এরা শান্তিপূর্ণ রাজ্য রাষ্ট্র দেশ চাই।ভোগবাদীদের পতন চাই। শান্ত পরিবেশে স্বাধীন পতাকা ওড়াতে চাই। ভ্রাতৃত্বের বন্ধনে খোলা আকাশের নিচে একসাথেই থাকতে চাই। জাতপাত দূর করে এঁকে ওপরের ভাই হয়ে সেই স্রষ্টার কাছে ফিরে যেতে চাই।।
মুসলিম জাতি
@মোঃ তরিকুল ইসলাম মন্ডল@
মধ্য-বেনা,বাদুড়িয়া
আজ সারা বিশ্বে মুসলিমদের ওপরে বিভিন্ন দিক দিয়ে বর্তমান বিশ্বের মানব দরদী সংস্থা গুলি নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে। কখনো বোমা ফেলছে তাদের ইবাদতগাহে,আবার কখনো তাদের বাস ঘরে। কখনো গুলি করে মারছে তাদের নেতাদের,আবার কখনো মারছে তাদের বাচ্চাদের। কখনো আবার তাদের ঘরের মেয়েদের তুলে নিয়ে এসে তাদের কে ধর্ষণ করছে।আবার কখনো তাদের গর্ভবতী মায়েদের পেটচিরে বাচ্চা বারকরে ত্রিশূলের আগায় নাঁচাচ্ছে। কখনো কখনো তাদের ওপরে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে যাবত্ জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হচ্ছে। কখনো আবার তাদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হচ্ছে। এই হচ্ছে বর্তমান বিশ্বের মানব দরদীদের মানবতা। কিন্তু একেই কি বলে মানবতা? না একটা জাতিকে ধ্বংস করে দেওয়া কেই বলে মানবতা? কই মুসলিমরা এমন ভাবে কোনো জাতির ওপরে তো অত্যাচার চালায় না। কাউকেই তো এরা বিনা দোষে দোষী সাব্যস্ত করে না। এরা তো এক সাথেই থাকতে চাই, এক পথে চলতে চাই,ও একসাথেই খেলতে চাই, এবং সবাই একে ওপরের বন্ধু হতে চাই। আর এটাই কী এদের অপরাধ? যখন হিটলার ইহুদিদের উপরে নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে। তখনো তো ওই মানব দরদী সংস্থা গুলি মানবতা দেখায় নি। সেই মানবতা এবং উদারতা দেখিয়ে ছিল কারা জানো? যাদের কে আজ তোমরা নিঃস্ব করে দিতে চাইছো, তারাই সেদিন তোমাদের পাশে ছিল এবং তোমাদের মাথা গোঁজার ব্যবস্থা করে দিয়ে ছিল। নুন খেয়ে নুন হারামি তাই না? তোমারই আবার মানবতা শেখাও! তোমরা মানবতার নাম করে একটা মানব জাতিকে পাঁঠার বলিতে বলি দিতে উঠে পড়ে লেগেছো তাই না! তোমাদের এটা মানবতা নয় বরং মেরে পোতা হচ্ছে এই নিরীহ মানুষদের কে। তবে মনে রেখে দিয়েও মুসলিম জাতি ভীতু নয়। এরা সত্যকে উদঘাটন করবেই। সেদিন ইঁদুরদের গর্তে পালাতে হবেই। বিশ্বাসীদের বুঝতে আর বাকি নেই কারা আজ সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কারা মানবতা কে হত্যা করছে। কারা দেশকে শ্মশান এবং কয়লার কারখানায় পরিণত করতে চাচ্ছে। এই মানব জাতি সজাগ হবেই হবে। জানি বিপদের আশঙ্কা হলে বিড়াল গাছে ওঠে,শিয়াল গর্তে ঢোকে,আবার শিয়াল বিড়াল ইঁদুরের রাজত্ব চলে এই দুনিয়ায়। প্রকৃত মুসলিমরা রাজত্ব চায়না বরং এরা 'দ্বীন"প্রতিষ্ঠা করতে চাই। ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার লক্ষ্যে রক্তের প্রয়োজন হলে পিছপা হয় নাই। এরা শান্তিপূর্ণ রাজ্য রাষ্ট্র দেশ চাই।ভোগবাদীদের পতন চাই। শান্ত পরিবেশে স্বাধীন পতাকা ওড়াতে চাই। ভ্রাতৃত্বের বন্ধনে খোলা আকাশের নিচে একসাথেই থাকতে চাই। জাতপাত দূর করে এঁকে ওপরের ভাই হয়ে সেই স্রষ্টার কাছে ফিরে যেতে চাই।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন