অস্ত্র
তরিকুল ইসলাম খালাসী
07/04/2017
অস্ত্র!তাতে কি হয়েছে!
ওরা তো শিশু,
নানা ওরা বড়ো হয়ে
করবে অনেক কিছু।
আরে ওরা তো নারী দুর্বল জাত
নানা তুমি কি জানো ওরাই ভবিষ্যত!
আচ্ছা ওরা নাকি পুরুষের
চুষে খেতে চাই?
তাই কি কখনো হয়!
স্রষ্টার সৃষ্টি সব চলে জাননা!
নিয়ম মেনেই,
যতই বাড়াবাড়ি করুক আছে সব
অতি দুর্বলের আওতায়।
আরে বাঁদরের হাতে খোন্তা দিয়ে কি কখনো
ঢোলের বাজনা পাওয়া যায় ?
তবুও সাবধান হওয়া ভালো নয়!
ঠিক যেমনি শেখে তেমনই বাজায় ।
তরিকুল ইসলাম খালাসী
07/04/2017
অস্ত্র!তাতে কি হয়েছে!
ওরা তো শিশু,
নানা ওরা বড়ো হয়ে
করবে অনেক কিছু।
আরে ওরা তো নারী দুর্বল জাত
নানা তুমি কি জানো ওরাই ভবিষ্যত!
আচ্ছা ওরা নাকি পুরুষের
চুষে খেতে চাই?
তাই কি কখনো হয়!
স্রষ্টার সৃষ্টি সব চলে জাননা!
নিয়ম মেনেই,
যতই বাড়াবাড়ি করুক আছে সব
অতি দুর্বলের আওতায়।
আরে বাঁদরের হাতে খোন্তা দিয়ে কি কখনো
ঢোলের বাজনা পাওয়া যায় ?
তবুও সাবধান হওয়া ভালো নয়!
ঠিক যেমনি শেখে তেমনই বাজায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন