বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭

কবিতা :- তাঁহার ইশারায়

           তাঁহার ইশারায়  
মোঃ তরিকুল ইসলাম মন্ডল

কে দিয়েছেন মনে শান্তি
কে দিয়েছেন বুলি?
কে দিয়েছেন চরণ দুখানি?
তাইতো মোরা চলি।
কে দিয়েছেন নয়ন মাঝে
সূর্যের মতো আলো?
সুন্দর সুন্দর বস্তুকে
কতো দেখতে লাগে ভালো।
কে দিয়েছেন নাসিকা নামের অঙ্গ
দুটি ছিদ্র করে?
কার ইশারায় সকল প্রাণীই
আপন প্রাণ রক্ষা করে?
কে দিয়েছেন ভূগর্ভে তোমার
কে দিয়েছেন শক্তি?
কার ইশারায় মোরা আজ
সম্মাননীয় এক ব্যক্তি?
কে দিয়েছেন ঠান্ডা-গরম
কে দিয়েছেন ঝড়ের মাঝে বৃষ্টি?
কার ইশারায় 'হও' শব্দে
এই জগৎ সৃষ্টি?
            সমাপ্ত 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন