বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭

কবিতা :- শুধু তাঁরই দাসত্ব কর

       শুধু তাঁরই দাসত্ব কর
 মোঃ তরিকুল ইসলাম মন্ডল

তোমরা তোমাদের সেই
আল্লাহর দাসত্ব স্বীকার কর ।
কুরআন হাদিসের প্রতি
ঈমান নিয়ে তবেই মর ।
শেষ বিচারের দিন
আসছে ছুটে
যেমন মেঘ ঘনিয়ে
বজ্রপাত ঘটে ।
তোমরা তাঁর দাসত্ব স্বীকার কর
তাঁর ভয় করে তাঁরই পথে চল
সত্যদ্রোহী লোকদের জন্য নির্দিষ্ট
দহন রয়েছে ভয়াবহ ।
তোমরা তাঁর প্রতিশ্রুতি সুদৃঢ় করে
কেমন করে ভঙ্গ কর ?
তাঁর নির্দেশ ছিন্ন করে
কেন বিপর্যয় সৃষ্টি কর ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন