কিয়ামত
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
মধ্য-বেনা, বাদুড়িয়া
দ্বীর্ণ-বিদীর্ণ হইবে যখন
আসিবে তখন কিয়ামত ।
দুনিয়ায় দেখানো খোদার শিখানো
আছে বড়োই নিয়ামত ।
কবর যখন খুলিয়া দেবে,
সমুদ্র যাইবে ফেটে ।
মানুষ তখন হাহাকারে
উঠবে খোদার ডেকে ।
ভয়ে ভীতু মানুষেরা তখন
বলিতে থাকিবে হায় ।
এমন দৃশ্য তো কখনও
মোরা দেখি নাই ।
সত্য মিথ্যা বাঁছাই হইবেই
কিয়ামতের মাঝে ।
সত্য পন্থীরা চলিয়ে যাইবে
গুলবাগিচার দিকে ।
পাপিদের মুখে রইবে তখন
হায়রে হায়রে হায় ।
এমন দিন আসিবে জানিলে
করিতাম না অন্যায় ।
হে প্রভু এ দিনের তরে
ছাড়িয়া দাও আমায় ।
পুনর্জন্মে আসিয়া আমি
এবাদাত করিব তোমায় ।।
সমাপ্ত
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
মধ্য-বেনা, বাদুড়িয়া
দ্বীর্ণ-বিদীর্ণ হইবে যখন
আসিবে তখন কিয়ামত ।
দুনিয়ায় দেখানো খোদার শিখানো
আছে বড়োই নিয়ামত ।
কবর যখন খুলিয়া দেবে,
সমুদ্র যাইবে ফেটে ।
মানুষ তখন হাহাকারে
উঠবে খোদার ডেকে ।
ভয়ে ভীতু মানুষেরা তখন
বলিতে থাকিবে হায় ।
এমন দৃশ্য তো কখনও
মোরা দেখি নাই ।
সত্য মিথ্যা বাঁছাই হইবেই
কিয়ামতের মাঝে ।
সত্য পন্থীরা চলিয়ে যাইবে
গুলবাগিচার দিকে ।
পাপিদের মুখে রইবে তখন
হায়রে হায়রে হায় ।
এমন দিন আসিবে জানিলে
করিতাম না অন্যায় ।
হে প্রভু এ দিনের তরে
ছাড়িয়া দাও আমায় ।
পুনর্জন্মে আসিয়া আমি
এবাদাত করিব তোমায় ।।
সমাপ্ত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন