শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

কবিতা:- ভিন্ন খবর

ভিন্ন খবর
       মোঃ তরিকুল ইসলাম মন্ডল
            মধ্য-বেনা,বাদুড়িয়া
ভিন্ন দেশে বাড়ি আমার
ভিন্ন কথা কই
তাই তো আমি মজলুম এতো
অত্যাচার সই ।
আশা মনে থাকবো আমি
সবারই পাশে
তাই তো ডাকি এসো থাকি
মিলে ও মিশে ।
মানুষ মোরা আমরা সবাই
আদমের সন্তান
আর দেরি নয় এসো মেনে নিই
আল্লাহরই বিধান ।
বিশাল উঁচু সবই নিচু
আছে যার হাতে মোর জান
তাঁর হুকুমেই সব কিছু ভাই
পাবেই সমাধান ।।
           সমাপ্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন