শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

কবিতা:- সেদিন ওরা বুঝবে

সেদিন ওরা বুঝবে
       মোঃ তরিকুল ইসলাম মন্ডল

লক্ষ্য মায়ের বক্ষে ব্যথা
রক্তাক্ত সন্তান
যদি থেকে যায় এই সমাজে ভাই
তবে কিসের গাও জয়গান?
লক্ষ্য উনোনে শূন্য হাড়ি
আর তোমরা দেখাও জমিদারি
ওরা রক্ত করলো পানি
আর তোমরা বানিয়েছ ভুঁড়ি !
ওদের রক্তে তোমার ফিরলো জীবন
যদিও হও তুমি ধনী
জীবন পেয়েই তুমি আবার
করেছ তাদের হয়রানি!
মানুষ তুমি আর মানুষ নহে
তুমি নিকৃষ্ট জন্তু
ভাবনার বিকাশ না ঘটালে
জন্তুরাই তোমার ছিড়ে খাবে কিন্তু ।
থাকতে সময় জাগতে হবে
তবেই সময়ের মূল্য পাবে
ভাইকে বাঁচাতে রক্ত দেবে
দেখবে সেদিন ওরা বুঝবে ।।
             সমাপ্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন