দুঃস্বপ্ন
মোঃতরিকুল ইসলাম মন্ডল
কি একটা সময়
মনুষের কোনো হুশ নাই!
আঁধার রাতের দুঃস্বপ্নে
জীবনটা সাজাই ।
দিনের বেলাই সুফি গাজি
রাত হলে তার ধান্দাবাজি ।
কালো চাস্মা পরে সে
জীবনটা কাটাই।
সুখ শান্তী পেতে সে
কি না করে ।
জড়পদার্থের মতো তার
জীবনটিও ঝরে ।
তবুও সে.....
সত্পথের কথা না ভেবে
অন্ধকার পথধরে
জীবনে এগিয়ে যেতে চাই ।।
সমাপ্ত
মোঃতরিকুল ইসলাম মন্ডল
কি একটা সময়
মনুষের কোনো হুশ নাই!
আঁধার রাতের দুঃস্বপ্নে
জীবনটা সাজাই ।
দিনের বেলাই সুফি গাজি
রাত হলে তার ধান্দাবাজি ।
কালো চাস্মা পরে সে
জীবনটা কাটাই।
সুখ শান্তী পেতে সে
কি না করে ।
জড়পদার্থের মতো তার
জীবনটিও ঝরে ।
তবুও সে.....
সত্পথের কথা না ভেবে
অন্ধকার পথধরে
জীবনে এগিয়ে যেতে চাই ।।
সমাপ্ত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন