ধ্বংসের পথে
মোঃতরিকুল ইসলাম
মানব সমাজে ধষ নেমেছে
ওই বাধ বাদবে কে?
শিক্ষিত বুদ্বীজিবিরা করছে ভুল
গলাধাক্কা দেই মানব কে।
আর ঠেকাতে পারবে না
যতুই হোক তোমার চেনা।
মারলে খেতে হবে মার
তবুও মনের আশা মেটবে না।
মনের আশা যদি মেটাতে হয়
আল্লাকে ভাই কররে ভয়।
সুখ শান্তী আরাম আয়েস
সবকিছু থাকবে বজায়।
কুরআন কে তুমি আকড়ে ধরো
বেশি করে কালেমা পড়ো।
যুগের সাথে তালমিলিয়ে
জীবন দিয়ে জীহাদ করো।।
সমাপ্ত
মোঃতরিকুল ইসলাম
মানব সমাজে ধষ নেমেছে
ওই বাধ বাদবে কে?
শিক্ষিত বুদ্বীজিবিরা করছে ভুল
গলাধাক্কা দেই মানব কে।
আর ঠেকাতে পারবে না
যতুই হোক তোমার চেনা।
মারলে খেতে হবে মার
তবুও মনের আশা মেটবে না।
মনের আশা যদি মেটাতে হয়
আল্লাকে ভাই কররে ভয়।
সুখ শান্তী আরাম আয়েস
সবকিছু থাকবে বজায়।
কুরআন কে তুমি আকড়ে ধরো
বেশি করে কালেমা পড়ো।
যুগের সাথে তালমিলিয়ে
জীবন দিয়ে জীহাদ করো।।
সমাপ্ত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন