শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

কবিতা:- বিভেদের বেড়া জাল

       বিভেদের বেড়া জাল
@মোঃ তরিকুল ইসলাম মন্ডল@

জন্মেছি মোরা মানুষ হয়ে
রক্ত মোদের লাল
ভাই ভাইয়ের মধ্যে কে বুনিলো
বিভেদের বেড়া জাল ?
হিংসা বিভেদ ধ্বংসের কারণ
এরাই কেন হলো আপন?
কিসের মোহে পড়ে তুমি
বরবাদ করলে এ জীবন?
হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান
কেন এতো নামের গুঞ্জন?
মানুষ হয়েই তো জন্মেছি মোরা
হতে পারিনা আপন?
হাওয়া বাতাস রাতদিন
সূর্যের আলো তো  সমানেই পাই,
আর দেরি নয় এসো মোরা
একে অপরের ভাই হয়ে যায় ।।
               সমাপ্ত 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন