শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

গান: আবারো শান্ত হবে

গান: আবারো শান্ত হবে 
গীতিকার: তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)

আবারো শান্ত হবে এই দুনিয়া
তোমার আমার অজানাতে,
শেষ হবে সব হিংসা-বিদ্বেষ
মানবতার হাত ধরাতে।

রবে না অত্যাচারী,
রবে না হিংসুকেরা,
রবে শুধু দিকে দিকে
ন্যায়পরায়ণ ওই ভাইয়েরা।
শেষ হবে সব দুঃখ কষ্ট,
থাকবে সবাই শান্তিতে।
আবারো শান্ত হবে............

মুছে যাবে কালো ছায়া
দিগন্ত যাবে ভরে,
শান্তির সুর বাজবে তখন
মানবতার ওই দুয়ারে।
আবারো শান্ত হবে
শান্তির রঙিন স্মৃতিতে।
আবারো শান্ত হবে............।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন