শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

আমরাই ভবিষ্যত

আমরাই ভবিষ্যত
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)

আমরাই ভবিষ্যত শিশু কিশোর,
আগামী দিনের আলো,
আমাদের স্বপ্ন দিয়ে গড়বো,
ভালো থেকে ভালো।

উন্নত চরিত্র গড়তে সদা
কিশোর অঙ্গন ডাকে,
জ্ঞান-আদর্শ, নৈতিক শিক্ষা
নিতে এখন থেকে।
এসো তাই শিশু কিশোর …
জীবনে খুঁজি আলো,
আমাদের স্বপ্ন দিয়ে গড়বো,
ভালো থেকে ভালো।
আমরাই ভবিষ্যত……………

আলী ওমরের মতো হবো
আশা রেখেছি বুকে,
অন্যায় জুলুম জ্ঞানের আলোয়
দেবো আমরা রুখে।
এসো তাই শিশু কিশোর …
দূর করি কালো,
আমাদের স্বপ্ন দিয়ে গড়বো,
ভালো থেকে ভালো।
আমরাই ভবিষ্যত……………।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন