তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর 24 পরগনা)
মুহাম্মদকে জানো সবাই,
তাঁরই পথে চলো,
সত্য-ন্যায়ের আলো দিয়ে
দুনিয়া করো ভলো।
ঝড়-তুফানে থেমো না ভাই,
রবের ভরসা করো,
মুহাম্মাদের দেখানো ওই
পথটা তুমি ধরো ।
যদি তার দেখানো শিক্ষা গুলো..
এই ধরাতে জ্বালো ।
সত্য-ন্যায়ের আলো দিয়ে
দুনিয়া করো ভলো।
মুহাম্মদকে জানো..............
প্রেম ভালোবাসা ছড়াও
ও ভাই দিকে দিকে,
থাকো দূরে সদা তুমি
মিথ্যাবাদীর থেকে ।
মোহাম্মদের বানীগুলো..
মেনে যদি চলো ।
সত্য-ন্যায়ের আলো দিয়ে
দুনিয়া করো ভলো।
মুহাম্মদকে জানো..............।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন