তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)
এসো তরুণ আলোর পথে,
সমাজ গড়ার আঙিনাতে,
সত্য ন্যায়ের বীজটি বুনি,
আশা ভরা প্রভাতে।
এসো নিই জ্ঞান, গড়ি চরিত্র,
ভালোবাসার বাঁধনে,
তাকওয়ার আলোয় হৃদয় ভরে,
চলি সত্য পানে ।
যে পথে তোমার ভবিষ্যৎ ...
রব দিয়েছেন গেঁথে ।
সত্য ন্যায়ের বীজটি বুনি,
আশা ভরা প্রভাতে।
এসো তরুণ..........
এসো ত্যাগের পথে এগিয়ে চলি
অন্ধকার মাড়িয়ে,
ঐক্যের স্বপ্ন সবার মাঝে
আমরা দেই ছড়িয়ে ।
এই আশাতেই পথ চলা..
হোক আমাদের নীতিতে ।
সত্য ন্যায়ের বীজটি বুনি,
আশা ভরা প্রভাতে।
এসো তরুণ..........।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন