মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

ভালো কাজে মন দাও ভাই

ভালো কাজে মন দাও ভাই 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর 24 পরগনা) 

ভালো কাজে মন দাও ভাই
থাকো মন্দ থেকে দূরে,
তুমি সত্য পথে চলে দেখো
জীবন ভরবে নূরে নূরে ।

মিথ্যার ছায়া দাও ছেড়ে দাও
লোভের জালে পা দিও না,
রাখো আল্লাহ তায়ালার ভয়ে হৃদয়
কখনো অন্যায় করো না।
ভালো দিয়ে সাজাও জীবন..
আর চলো না অন্ধকারে। 
তুমি সত্য পথে চলে দেখো
জীবন ভরবে নূরে নূরে ।
ভালো কাজে...............

ডাকো সবার আলোর পথে,
শিক্ষা ছড়াও ঘরে ঘরে,
জয় করো মন ভালোবাসা
ছড়াও সব মানুষের অন্তরে ।
ত্যাগ করো ভাই হিংসা বিদ্বেষ..
জীবন সাজাও মন ভরে। 
তুমি সত্য পথে চলে দেখো
জীবন ভরবে নূরে নূরে ।
ভালো কাজে....................।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন