শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

জেগেছে জাতি

জেগেছে জাতি
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)

জেগেছে জাতি, আনতে সুদিন,
জেগেছে মুক্তির তরে,
অত্যাচারের শৃঙ্খল ভেঙে
দাঁড়ায় দৃপ্ত ভরে।

জেগেছে জাতি, সত্যের ডাকে,
মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম,
আত্মত্যাগে গড়বে আগামী,
তাই করে যায় পরিশ্রম।

জেগেছে জাতি, হাতে হাত রেখে,
গড়ছে ভ্রাতৃত্বের বন্ধন,
সোনার স্বদেশ উঠবে জেগে,
ফুটবে মিলনের মিলন।

জেগেছে জাতি, অদম্য শপথ,
ন্যায় যেখানে সাথি,
শান্তির স্বপ্ন হবে পূর্ণ,
আমরাই গড়বো খ্যাতি।। 

শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

গান: আবারো শান্ত হবে

গান: আবারো শান্ত হবে 
গীতিকার: তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)

আবারো শান্ত হবে এই দুনিয়া
তোমার আমার অজানাতে,
শেষ হবে সব হিংসা-বিদ্বেষ
মানবতার হাত ধরাতে।

রবে না অত্যাচারী,
রবে না হিংসুকেরা,
রবে শুধু দিকে দিকে
ন্যায়পরায়ণ ওই ভাইয়েরা।
শেষ হবে সব দুঃখ কষ্ট,
থাকবে সবাই শান্তিতে।
আবারো শান্ত হবে............

মুছে যাবে কালো ছায়া
দিগন্ত যাবে ভরে,
শান্তির সুর বাজবে তখন
মানবতার ওই দুয়ারে।
আবারো শান্ত হবে
শান্তির রঙিন স্মৃতিতে।
আবারো শান্ত হবে............।।

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

ভালো কাজে মন দাও ভাই

ভালো কাজে মন দাও ভাই 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর 24 পরগনা) 

ভালো কাজে মন দাও ভাই
থাকো মন্দ থেকে দূরে,
তুমি সত্য পথে চলে দেখো
জীবন ভরবে নূরে নূরে ।

মিথ্যার ছায়া দাও ছেড়ে দাও
লোভের জালে পা দিও না,
রাখো আল্লাহ তায়ালার ভয়ে হৃদয়
কখনো অন্যায় করো না।
ভালো দিয়ে সাজাও জীবন..
আর চলো না অন্ধকারে। 
তুমি সত্য পথে চলে দেখো
জীবন ভরবে নূরে নূরে ।
ভালো কাজে...............

ডাকো সবার আলোর পথে,
শিক্ষা ছড়াও ঘরে ঘরে,
জয় করো মন ভালোবাসা
ছড়াও সব মানুষের অন্তরে ।
ত্যাগ করো ভাই হিংসা বিদ্বেষ..
জীবন সাজাও মন ভরে। 
তুমি সত্য পথে চলে দেখো
জীবন ভরবে নূরে নূরে ।
ভালো কাজে....................।।

সোমবার, ১১ আগস্ট, ২০২৫

মুহাম্মদকে জানো

মুহাম্মদকে জানো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর 24 পরগনা) 

মুহাম্মদকে জানো সবাই,
তাঁরই পথে চলো,
সত্য-ন্যায়ের আলো দিয়ে
দুনিয়া করো ভলো।

ঝড়-তুফানে থেমো না ভাই,
রবের ভরসা করো, 
মুহাম্মাদের দেখানো ওই 
পথটা তুমি ধরো ।
যদি তার দেখানো শিক্ষা গুলো..  
এই ধরাতে জ্বালো । 
সত্য-ন্যায়ের আলো দিয়ে
দুনিয়া করো ভলো। 
মুহাম্মদকে জানো..............

প্রেম ভালোবাসা ছড়াও
ও ভাই দিকে দিকে, 
থাকো দূরে সদা তুমি 
মিথ্যাবাদীর থেকে । 
মোহাম্মদের বানীগুলো..
মেনে যদি চলো । 
সত্য-ন্যায়ের আলো দিয়ে
দুনিয়া করো ভলো। 
মুহাম্মদকে জানো..............।।

রবিবার, ১০ আগস্ট, ২০২৫

এসো তরুণ আলোর পথে

এসো তরুণ আলোর পথে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা) 

এসো তরুণ আলোর পথে,
সমাজ গড়ার আঙিনাতে,
সত্য ন্যায়ের বীজটি বুনি,
আশা ভরা প্রভাতে।

এসো নিই জ্ঞান, গড়ি চরিত্র,
ভালোবাসার বাঁধনে,
তাকওয়ার আলোয় হৃদয় ভরে,
চলি সত্য পানে । 
যে পথে তোমার ভবিষ্যৎ ...
রব দিয়েছেন গেঁথে ।
সত্য ন্যায়ের বীজটি বুনি,
আশা ভরা প্রভাতে।
এসো তরুণ..........

এসো ত্যাগের পথে এগিয়ে চলি
অন্ধকার মাড়িয়ে, 
ঐক্যের স্বপ্ন সবার মাঝে 
আমরা দেই ছড়িয়ে ।
এই আশাতেই পথ চলা.. 
হোক আমাদের নীতিতে ।
সত্য ন্যায়ের বীজটি বুনি,
আশা ভরা প্রভাতে।
এসো তরুণ..........।।

শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

আমরাই ভবিষ্যত

আমরাই ভবিষ্যত
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)

আমরাই ভবিষ্যত শিশু কিশোর,
আগামী দিনের আলো,
আমাদের স্বপ্ন দিয়ে গড়বো,
ভালো থেকে ভালো।

উন্নত চরিত্র গড়তে সদা
কিশোর অঙ্গন ডাকে,
জ্ঞান-আদর্শ, নৈতিক শিক্ষা
নিতে এখন থেকে।
এসো তাই শিশু কিশোর …
জীবনে খুঁজি আলো,
আমাদের স্বপ্ন দিয়ে গড়বো,
ভালো থেকে ভালো।
আমরাই ভবিষ্যত……………

আলী ওমরের মতো হবো
আশা রেখেছি বুকে,
অন্যায় জুলুম জ্ঞানের আলোয়
দেবো আমরা রুখে।
এসো তাই শিশু কিশোর …
দূর করি কালো,
আমাদের স্বপ্ন দিয়ে গড়বো,
ভালো থেকে ভালো।
আমরাই ভবিষ্যত……………।।