তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)
জেগেছে জাতি, আনতে সুদিন,
জেগেছে মুক্তির তরে,
অত্যাচারের শৃঙ্খল ভেঙে
দাঁড়ায় দৃপ্ত ভরে।
জেগেছে জাতি, সত্যের ডাকে,
মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম,
আত্মত্যাগে গড়বে আগামী,
তাই করে যায় পরিশ্রম।
জেগেছে জাতি, হাতে হাত রেখে,
গড়ছে ভ্রাতৃত্বের বন্ধন,
সোনার স্বদেশ উঠবে জেগে,
ফুটবে মিলনের মিলন।
জেগেছে জাতি, অদম্য শপথ,
ন্যায় যেখানে সাথি,
শান্তির স্বপ্ন হবে পূর্ণ,
আমরাই গড়বো খ্যাতি।।