বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

তুমিই সাহসী

তুমিই সাহসী
তরিকুল ইসলাম খালাসী
মধ‍্যবেনা,বাদুড়িয়া

তুমি বিদ্রোহী হও,
তুমি রুখে দাড়াও
তুমি সত‍্যকে করো জয়,
তুমি সাহসী হও,
তুমি বিপ্লবী হও,
তবে তুমি কিসের করো ভয়!

তুমি ওমর খালিদ,
তুমি বীর জুনাইদ,
গৌরী লঙ্কেশের মতো হও সাহসী ।
তুমি মোক্তার,
তুমি শহীদ আক্তার,
ওয়াসিদের মতো বলো আমি ভারত বাসি ।

তুমি একা নও,
তুমি তোমাকেই সাথী করে নাও,
তুমি এদেশের সৈনিক
একথা ওদের বুঝিয়ে দাও ।

তুমিই পারো!
বিভেদের প্রাচীর ভাঙ্গতে,
ওগো তুমিই পারো,
অসহায় মায়েদের চোখের জল মুছতে ।

তুমি দেখিয়ে দাও,
তুমিই পারো অনেক কিছু করতে,
আকাশ বাতাস মুখোরিত হোক
এ প্রান্ত থেকে ও প্রান্তে ।

কে হিন্দু কে মুসলিম
তুমি ভেঙ্গে দাও বিভেদের বেড়াজাল ।
তুমি সত‍্যকামী তুমি মানুষ প্রেমী
তুমি আনতে পারো শুভ সকাল।।
                   ◆◆◆◆
তারিখ:- ইং ৩০/০৬/২০১৯
সময়:- ৫:২০ মিঃ

আবৃত্তি করেছেন :
কন্ঠ শিল্পী: শেখ খায়রুজ্জামান ইসলাম
আমডাঙ্গা থানা

ওয়েলফেয়ার

ওয়েলফেয়ার তরিকুল ইসলাম মন্ডল মধ‍্যবেনা,বাদুড়িয়া দূর্নীতি দূর্নীত দূর্নীতি আর করতে দেবে না ওয়েলফেয়ার, আওয়াজ তোলো জরদার ওয়েলফেয়ার ওয়েলফেয়ার । বিপদ আপদে মানুষের পাসে সক্রিয় ওয়েলফেয়ার রবে বঞ্চিত মানুষ সব ফিরে পাবে হারানো সম্ভার । মানুষের রক্তেই তৈরী এদেশ যারা মানুষের মধ্যে ঢোকায় বিদ্বেষ তাদের কে রুখতে হও আগয়ান গড়তে সোনার দেশ, করো অঙ্গীকার ।

ইমতিয়াজ ভায়ের সাথে

■ ইমতিয়াজ ভায়ের সাথে আমার ফোনে কথাবার্তা■ ==মোঃ তরিকুল ইসলাম মন্ডল== আজ DNP ও NDPI এর ডাকে ১৪ টি রাজনৈতিক দল বা গোষ্ঠি জোট গঠনে সাড়া দিলেও SDPI ও WPI অনুপস্থিত থাকলো।দুঃখের বিষয় এদের সঙ্গেও লড়তে হবে Imtiaz Ahmed Molla ভাই ১৪ টি দল যারা যারা ছিলেন তাদের নাম বলবেন। আর মানুষের উন্নয়নের কাজ করবেন বলে যখন প্রতিশ্রুতি দিয়েছেন সে দিকেই লক্ষ‍্য রাখুন । নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করবেন না ইমতিয়াজ ভাই। আমি WPI করলেও আপনার ভালো ভালো কাজকে সমর্থন করি । Tarikul Islam ভাই কাদা ছোড়াছোড়ির কথা বলছেন কেন ? এটা মানুষের জানা দরকার।কাল ওরাই আমাদের বিরুদ্ধে প্রার্থী দেবে।আগেও দিয়েছে।তখন বলবেন না এগুলো ঠিক হচ্ছে না,একই সিটে একাধীক দল কেন লড়ছে।WPI কি করবে এটা তাদের একান্ত নিজস্ব ব্যাপার তাতে আমার কিছু বলার নেই।দেখবেন কয়েকদিনের মধ্যে এরা আরো একটা গোষ্টি তৈরি করবে। আর রাজনিতিতে ভুল করলে সমালোচনা হবেই তাতে কাদা ছোড়াছুড়ির কিছু নেই। Imtiaz Ahmed Molla আপনি যদি WPI এর গঠনতন্ত্রটা পড়েন তবে আমি খুশি হব ভাই । আর আপনার DNP র গঠনতন্ত্রটা আমাকে দিবেন । পরিশেষে এ কথায় বলবো যে নিজেদের মধ‍্যে না হানাফী না আহলে হাদিস এমনিই করে বিভিন্ন নামে রাজনৈতিক প্ল‍্যাটফর্মকে আর ভাগ করি । আসুন হাতে হাত মিলিয়ে কাঁধে কাধ মিলিয়ে একই সাথে বর্তমান ভারতের পরিস্থিতিকে পাল্টায় । আপনার এবং ওয়েলফেয়ার পার্টির কর্মসূচীকে আমি সমর্থন করি । Tarikul Islam ভাই আমি তো কথা বলার জন্যই ওদের আমন্ত্রন করেছিলাম।ওরা রাজ্জাক মোল্লার মত একটা রেজিস্টার চোরের সঙ্গে হাত মেলালো,আর আমাদের সঙ্গে কথা বলতে অনিহা।এটা কেমন আদর্শ।আজকের দিনে হাতে হাত মিলিয়ে কাজ করা প্রয়োজন বলেই তো ডেকেছিলাম।আর যদি এই ভেবে কথা না বলে যে আমরা চোট্ট খাট্টো মানুষ তো আমাদের তাতে কোনো ক্ষোভ নেই।ওরা ওদের মত কাজ করুক কোনো অসুবিধা নেই। Imtiaz Ahmed Molla দেখুন ভাই রাজ্জাক মোল্লা তার প্রতিস্রুতি নিজেই ভঙ্গ করেছেন, এতে WPI কে দোষারোপ করছেন কেন? হ‍্যাঁ আপনি বলছেন WPIকে ডেকে ছিলাম কিন্তু কেমন ডাকলেন যে তারা আসেনি । না বললে নই এমনটা নাই তো? আর ১৪টি দলের উপস্থিতের কথাটা বললেন না তো ? Tarikul Islam ভাই যে ১৪ টি সংগঠনের কথা বলছি সেগুলি সব SC ST সংগঠন তাদের নাম গুলি মুকস্ত নেই।রেজিস্টার টা দেখে বলবো।রাজ্জাক মোল্লা প্রতিশ্রুতি ভেঙ্গেছে, কিন্তু কথা হল যে চির জীবন ব্রাক্ষনদের গোলাম ছিল তার প্রতি এত ভক্তি কেন ? আর কিভাবে বলতে হবে সেটা আপনারাই বলুন।ওরা আমাদের থেকে বড় সংগঠন বলে এই সমস্যাটা হচ্ছে বুঝতে পারছি। Imtiaz Ahmed Molla দেখুন ভাই রাজ্জাক মোল্লা আমাদের মূল বিষয় নয়। আমার কাছে যে মানুষটা ভালো কাজ করবে মানবতার কাজ করবে আমি তার সাথেই, তাই যে কেউ হোক । আর যারা মানবতার বিরুদ্ধে কাজ করবে আমাদের লড়াই তাদের সাথে । আর একটা কথা বলতে হয় রাজ্জাক মোল্লা ওয়েলফেয়ারের কেউ নন বরং গণফ্রন্ড সমর্থিত ন‍্যায়বিচার পার্টির লোক ছিলেন ।ঝ Tarikul Islam ভাই অনেক কথা হল। মেনে নিলাম আমরা ভুল আপনারা ঠিক।আপনারা আপনাদরর মত কাজ করতে থাকুন আর আমরা আমাদের মত।আমরা শুধু একটা চেষ্টা করছিলাম।আমার মনে হয় আপনাদের ভাল লাগেনি।আগামী দিনে নিশ্চই এই ভুল করবো না।আসলে আমার মত সামান্য মানুষ এত বড় বড় নেতাদের ডাকবে তাই কখনো হয়।তাই আর না।এবার যার যা ভাল লাগে করুক। Imtiaz Ahmed Molla দুঃখ কোথায় জানেন ভাই ! হাসানুজ্জামানের বিরুদ্ধে সিদ্দিকুল্লাহ চৌধুরী দল গঠন করেছিলেন । হাসানুজ্জামানের দলের মধ‍্যে ফাটোল লেগে গেলো আর দল ভেঙ্গেও গেলো। সিদ্দিকুল্লাহর কাছে হাসানুজ্জামানের দাড়ি ছিলো না এই হচ্ছে অপরাধ। থাকলেন সিদ্দিকুল্লাহ পদের লোভে সংখালঘু ভোটটাকে বিক্রি করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে । এখন সিদ্দিকুল্লাহ সাহেবের ব‍্যাপারটা আপনি অবস‍্যই ভালো জানেন। এখন আপনি কি রাজ্জাক মোল্লার ওপর রাগ করে WPI এর বিরুদ্ধে DNP গঠন করলেন ভাই ? ভাই আপনারা আপনাদের মতো নয়। কে ঠিক কে ভুল এটাও নয়। বরং আসুন একসাথেই কাজ করি । এবং আপনার মতো ভালো মানুষের সাথে কথা বলতে পেয়ে আমি খুবই আনন্দিত । Tarikul Islam ভাই আমি WPI এর ওপর রাগ করে মোটেও দলটা গড়িনি।আমি দলটা গড়েছি আমার সঙ্গিদের দাবিকে মেনে এবং বাস্তব অবস্থাকে বিচার করে।কাজে বাধাঁ পাবার জন্য বারে বারে আমাকে দল পাল্টাতে হয়েছে।আমি তো চিরজীবন বাঁচবো না,তবে মরার আগে আমি আমার ১০০% দিয়ে যেতে চাই।আর সেটা নিজের দল করা ছাড়া উপায় নেই।আমাদের কাছে কোনো টাকা নেই,তা সত্তেও আল্লাহ্ যদি হায়াত ও তৌফিক দেয় তো আগামী ১০ বছরে যে কাজ করে দিয়ে যাব,তখন তোমরা বলবে আমার সিদ্ধান্ত ঠিক ছিল। Imtiaz Ahmed Molla আমি আপনার মতো ভাই পেয়ে খুশি মানবতার কাজ করার জন‍্য। আরো খুশি হবো আপনার দল থাকুক কিন্তু আপনি আপনার মতো কাজ করবেন আর আমরা আমাদের মতো কাজ করবো এমনটা না করে। বরং একটা সুতোই আলাদা আলাদা পুঁতি হতে পারি ।