তুমিই সাহসী
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
মধ্যবেনা,বাদুড়িয়া
তুমি বিদ্রহী হও, তুমি রুখে দাড়াও
তুমি সত্যকে করো জয়
তুমি সাহসী হও,তুমি বিপ্লবী হও
তবে তুমি কিসের করো ভয়!
তুমি ওমর খালিদ, তুমি বীর জুনাইদ
গৌরী লঙ্কেশের মতো হও সাহসী
তুমি মোক্তার, তুমি শহীদ আক্তার
ওয়াসিদের মতো বলো আমি ভারত বাসি।
তুমি একা নও,
তুমি তোমাকেই সাথী করে নাও,
তুমি এদেশের সৈনিক
একথা ওদের বুঝিয়ে দাও।
তুমিই পারো
বিভেদের প্রাচীর ভাঙ্গতে
ওগো তুমিই পারো
অসহায় মায়েদের চোখের জল মুছতে ।
তুমি দেখিয়ে দাও,
তুমিই পারো অনেক কিছু করতে,
আকাশ বাতাস মুখোরিত হোক
এ প্রান্ত থেকে ও প্রান্তে ।
কে হিন্দু কে মুসলিম তুমি ভেঙ্গে দাও
বিভেদের বেড়াজাল
তুমি সত্যকামী তুমি মানুষ প্রেমী
তুমি আনতে পারো শুভ সকাল।
◆◆◆◆
তারিখ:- ইং ৩০/০৬/২০১৯
সময়:- ৫:২০ মিঃ
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
মধ্যবেনা,বাদুড়িয়া
তুমি সত্যকে করো জয়
তুমি সাহসী হও,তুমি বিপ্লবী হও
তবে তুমি কিসের করো ভয়!
গৌরী লঙ্কেশের মতো হও সাহসী
তুমি মোক্তার, তুমি শহীদ আক্তার
ওয়াসিদের মতো বলো আমি ভারত বাসি।
তুমি তোমাকেই সাথী করে নাও,
তুমি এদেশের সৈনিক
একথা ওদের বুঝিয়ে দাও।
বিভেদের প্রাচীর ভাঙ্গতে
ওগো তুমিই পারো
অসহায় মায়েদের চোখের জল মুছতে ।
তুমিই পারো অনেক কিছু করতে,
আকাশ বাতাস মুখোরিত হোক
এ প্রান্ত থেকে ও প্রান্তে ।
বিভেদের বেড়াজাল
তুমি সত্যকামী তুমি মানুষ প্রেমী
তুমি আনতে পারো শুভ সকাল।
◆◆◆◆
তারিখ:- ইং ৩০/০৬/২০১৯
সময়:- ৫:২০ মিঃ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন