সোমবার, ৭ জুলাই, ২০২৫

সহনশীলতা

সহনশীলতা
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)

সবর করা বড় গুণ
থাকে যার মনে,
তার চোখেই শান্তি ধারা
নামে প্রতিক্ষণে।

রাগে মন ফোঁসে যদি
থাকো চুপ করে,
জয়ী হয় সেই মানুষ
যে রবের ভরসা করে।

গালি যদি কেউ দেয়
বলো না কিছু তার,
ক্ষমার চোখে দখলে তুমি
পাবেই সঠিক বিচার।

রব নিজেই ন্যায়বিচারক,
তিনিই দেখেন সব, 
ফুরিয়ে যাবে অন্যায়ের দিন 
দিতেই হবে হিসাব ।। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন