তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)
আমার ভাষা বাংলা রে ভাই
চির সত্যের গান,
এই ভাষাতেই ফোটে যে ফুল
ছড়ায় সুপ্ত ঘ্রাণ ।
আমার ভাষায় নেই ভেদাভেদ
কোনো জাত-পাত,
তোমার ভাষায় কেন করো ভাই
মানুষের আঘাত ।
বাংলা ভাষা মায়ের ভাষা..
বাংলা আমার প্রাণ ।
এই ভাষাতেই ফোটে যে ফুল
ছড়ায় সুপ্ত ঘ্রাণ ।
আমার ভাষা........
দেশ স্বাধীনে বাংলা ভাষী
দিয়েছে শত প্রাণ,
সেই বাঙালি আজকে কেন
হয় গো অপমান ।
হাজারো ভাষার এদেশ আমার..
অধিকার সমান ।
এই ভাষাতেই ফোটে যে ফুল
ছড়ায় সুপ্ত ঘ্রাণ ।
আমার ভাষা........ ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন