সোমবার, ২১ জুলাই, ২০২৫

বিশ্বস্ত সঙ্গী

বিশ্বস্ত সঙ্গী 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা) 

বিশ্বস্ত সঙ্গী যদি পাও,
তাকে সঙ্গী করো,
তোমার হৃদয়ের ভালোবাসা
নির্বিচারে উজাড় করো।

থেকো পাশে সদা তার
হোক না যতই ঝড়,
তোমার বিশ্বাসে রাখো তাকে
ভালোবাসার পাহাড়।

মনের কথা খুলে বলো,
লুকিও না ক্ষোভ,
সঙ্গী হবে আয়না তোমার —
দুঃখ বুঝবে সব।

সময় যদি আনে দুর্দিন,
তবু রবেনা সংশয়,
ভালোবাসার বন্ধন হোক
আমাদের পরিচয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন