সোমবার, ২১ জুলাই, ২০২৫

আদর্শ নেতা

আদর্শ নেতা
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা, বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা) 

নেতা সে — যে করে কাজ,
করে না অহংকার,
সত্য পথে চলে সদা,
ভয় পায় না ঝঞ্ঝার।

নেতা সে — যে চায় ভালো,
জনতারই মঙ্গল,
নিজের চেয়ে বেশি ভাবে,
দেশকে করতে উজ্জ্বল।

নেতা সে — যে নত নয়
কারো হুমকিতে কখনো,
ন্যায়ের উপর থাকে অবিরাম,
যে বিধান রবের দেখানো।

নেতা সে — যে শেখায় সাহসীকতা,
থাকে সামনের সারিতে,
সে নিজেই গড়ে উদাহরণ
বাতিলকে রুখে দিতে।

নেতা সে — যার চাহনিতে আছে
দীপ্ত স্বপ্নে ভরা,
আদর্শে গড়তে সদা প্রস্তুত
এই সুন্দর বসুন্ধরা।। 

#আদর্শনেতা #নেতৃত্ব #বাংলাকবিতা #নেতারগুণাবলী #ইসলামিককবিতা #সামাজিকচেতনা  
#TarikulKhalashi #BanglaPoem #Leadership #IdealLeader #IslamicPoetry #Inspirational  
#নেতা_সে #সচেতনতা #জনসেবক #সত্যেরপথে #ভয়হীন #বাংলাসাহিত্য  
#MuslimPoet #SocialPoetry #PoetFromBengal #VoiceOfTruth #Abritti #Kobita 
#আদর্শনেতা #নেতৃত্ব #বাংলাকবিতা #নেতারগুণাবলী #সত্যেরপথে  
#TarikulKhalasi #Leadership #BanglaPoetry #IdealLeader  
#ইসলামিককবিতা #সামাজিকচেতনা #VoiceOfTruth #Abritti



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন