যদি মেনে নাও
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
মধ্যবেনা,বাদুড়িয়া
নিন্দুকেরা করবে নিন্দা
এটা নতুন কথা নয়,
ওই কথাতে সৎ কাজ থেকে বিরত থাকা
মানুষেরও কম্য নয় ।
ছিলো আছে থাকবে
ওই নিন্দুকেরা,
তার মাঝেতেও আছে দেখো
সৎ মানুষেরা ।
প্রশংসা পাওয়ার জন্যে যদি
করো ভালো কাজ
হয়তো পাবে প্রশংসা তুমি
পাবে না মেনের সমাজ ।
প্রশংসা ছাড়াই করো কাজ
মনের দোয়ার খুলে
হয়তো পাবে না প্রশংসা তুমি
সমাজে তো কিছু দিলে ।
যাবে না বৃথা যাবে না
তোমার ওই শ্রম
যদি মেনে নাও তুমি
স্রষ্টার নিয়ম ।
9:04pm
20-07-2018
মোঃ তরিকুল ইসলাম মন্ডল
মধ্যবেনা,বাদুড়িয়া
নিন্দুকেরা করবে নিন্দা
এটা নতুন কথা নয়,
ওই কথাতে সৎ কাজ থেকে বিরত থাকা
মানুষেরও কম্য নয় ।
ছিলো আছে থাকবে
ওই নিন্দুকেরা,
তার মাঝেতেও আছে দেখো
সৎ মানুষেরা ।
প্রশংসা পাওয়ার জন্যে যদি
করো ভালো কাজ
হয়তো পাবে প্রশংসা তুমি
পাবে না মেনের সমাজ ।
প্রশংসা ছাড়াই করো কাজ
মনের দোয়ার খুলে
হয়তো পাবে না প্রশংসা তুমি
সমাজে তো কিছু দিলে ।
যাবে না বৃথা যাবে না
তোমার ওই শ্রম
যদি মেনে নাও তুমি
স্রষ্টার নিয়ম ।
9:04pm
20-07-2018