শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯

যদি মেনে নাও

              যদি মেনে নাও
    মোঃ তরিকুল ইসলাম মন্ডল
            মধ‍্যবেনা,বাদুড়িয়া

নিন্দুকেরা করবে নিন্দা
এটা নতুন কথা নয়,
ওই কথাতে সৎ কাজ থেকে বিরত থাকা
 মানুষেরও কম‍্য নয় ।

ছিলো আছে থাকবে
ওই নিন্দুকেরা,
তার মাঝেতেও আছে দেখো
সৎ মানুষেরা ।

প্রশংসা পাওয়ার জন‍্যে যদি
করো ভালো কাজ
হয়তো পাবে প্রশংসা তুমি
পাবে না মেনের সমাজ ।

প্রশংসা ছাড়াই করো কাজ
মনের দোয়ার খুলে
হয়তো পাবে না প্রশংসা তুমি
সমাজে তো কিছু দিলে ।

যাবে না বৃথা যাবে না
তোমার ওই শ্রম
যদি মেনে নাও তুমি
স্রষ্টার নিয়ম ।
9:04pm
20-07-2018

প্রতিবাদ করো

            প্রতিবাদ করো
     তরিকুল ইসলাম খালাসী 
          মধ‍্যবেনা,বাদুড়িয়া

মানুষ রূপের পশুরা আজ
পরকিয়াতে মেতে
হোক না সে পরের বধূ
নেইকো ক্ষতি তাতে ।

ভালো যদি লাগে তোমার
হোক না রাজার মেয়ে
আইন আছে উলু লুলু
করতে পারো গিয়ে ।

পরকিয়াতে গলাই দড়ি
হোক না নারী-পরুষ
দোষের পরে নির্দোষ হতে
ব‍্যবস্থা আছে ঘুষ ।

এমন সরকার রখলেই হবে
হাজার হাজার ধর্ষণ
হয় তো বাদ পড়বে না আর
তোমার আদরের ছোটো বোন ।

গর্জে ওঠো প্রতিবাদ করো
তুমি যদি না হও কাপুরুষ
তোমার গর্জনে সব কিছু হবেই ছাই
প্রয়োজন শুধু বুক ভরা সাহস ।।